বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আনসার রাজশাহীর দুই জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

‘আনসার রাজশাহী’ নামে নতুন এক জঙ্গি সংগঠনের সন্ধান পেয়েছে পুলিশ। বাংলাদেশকে ইসলামী শরিয়াহভিত্তিক রাষ্ট্রে পরিণত করার মিশন নিয়ে নতুন এই জঙ্গি সংগঠনটি তাদের কার্যক্রম শুরু করেছিল। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের মুক্তমনা মানুষ ও হিন্দুধর্মাবলম্বী চিকিৎসকদের হত্যার মিশন আছে তাদের। ‘আনসার রাজশাহী’র দুই সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বিষয়টি নিশ্চিত হয়েছে। গ্রেফতার আমিনুল ইসলাম ওরফে রুমি (২৩) ও এনামুল হক ওরফে সবুজের (২২) বাড়ি বাগমারা উপজেলার শ্রীপুর খামারপাড়া গ্রামে। রুমির বাবার নাম সাইফুল ইসলাম ওরফে টিপু। সবুজের বাবার নাম আবদুর রাজ্জাক। তারা দুজনই এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছে। রুমি বাগমারা ডিগ্রি কলেজ ও সবুজ রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করে। গোয়েন্দা পুলিশ সোমবার রাত আড়াইটার দিকে রুমিকে তার বাড়ি ও রাত সাড়ে ৩টার দিকে সবুজকে বাগমারার রামগুইয়া গ্রামের একটি কলাবাগান থেকে গ্রেফতার করে। পরে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়।

সর্বশেষ খবর