শিরোনাম
শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বরিশাল-ঢাকা নৌপথে ঈদের বিশেষ সার্ভিস ৮ সেপ্টেম্বর শুরু

রাহাত খান, বরিশাল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীদের জন্য বিশেষ লঞ্চ সার্ভিস শুরু হবে ৮ সেপ্টেম্বর। এবার বেসরকারি লঞ্চ সার্ভিস ও রাষ্ট্রীয় নৌপরিবহন সংস্থা বিআইডব্লিউটিসির স্টিমার সার্ভিস শুরু হবে একই দিনে। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ২৮ রুটের যাত্রীদের প্রধান ভরসা বেসরকারি লঞ্চ সার্ভিস। ঢাকা-বরিশাল নৌযান রুট কমিটির সদস্যসচিব মো. সিদ্দিকুর রহমান পাটওয়ারী জানান, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে ঢাকা থেকে ৮-১১ সেপ্টেম্বর এবং ঈদের পর ১৫-১৯ সেপ্টেম্বর পর্যন্ত ২৮ রুটে বিশেষ সার্ভিসের লঞ্চ চলাচল করবে। এদিকে ঈদে লঞ্চের বিশেষ সার্ভিসের আগাম টিকিট দেওয়া শুরু করেছে ঢাকা-বরিশাল রুটের বিভিন্ন লঞ্চ কর্তৃপক্ষ। এই রুটের এমভি কীর্তনখোলা লঞ্চের স্বত্বাধিকারী মঞ্জুরুল আহসান ফেরদৌস বলেন, তার প্রতিষ্ঠানের লঞ্চের ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার। একই সঙ্গে ফিরতি টিকিটও দিচ্ছেন তারা। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে দেওয়া হচ্ছে লঞ্চের কেবিন টিকিট। অন্যদিকে সুরভী ও সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের চাহিদাপত্র (টোকেন) স্লিপ সংগ্রহ করছে। এমভি সুন্দরবন লঞ্চের স্বত্বাধিকারী সাইদুর রহমান রিন্টু বলেন, স্লিপ যাচাই করে তার প্রতিষ্ঠান আগে এলে আগে পাবেন ভিত্তিতে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করবে। বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য) নুরুল আলম আকন জানান, উপকূলীয় রুটের যাত্রীদের জন্য ঈদে বিশেষ স্টিমার সার্ভিস শুরু হবে ৮ সেপ্টেম্বর। ঈদের পরবর্তী এক সপ্তাহ এ সার্ভিস অব্যাহত থাকবে। আগামী সপ্তাহের শুরুতে বিশেষ সার্ভিসের সময়সূচি প্রকাশ করার কথা বলেন তিনি।

নুরুল আলম  আকন  জানান, ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-হুলারহাট-মোরেলগঞ্জ রুটে বিশেষ সার্ভিসে সংস্থার পাঁচটি জাহাজ যাত্রী পরিবহন করবে।

সর্বশেষ খবর