বুধবার, ৩১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

দুই হাসপাতালকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় লাইসেন্স ছাড়াই রক্ত মজুদ ও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করায় দুই হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ। র‌্যাব জানায়, গতকাল দুপুরে উত্তরা লেকভিউ স্পেশালাইজড হসপিটাল প্রাইভেট লিমিটেডে অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স ছাড়াই রক্ত মজুদ রাখার অপরাধে প্রতিষ্ঠানের পরিচালক মোকসেদ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সেক্টর-৭, রবীন্দ্র সরণি, বাড়ি-৪০-এ অবস্থিত উত্তরা ক্রিসেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক তোফাজ্জল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর