শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে পুরান ঢাকার কারাগার

নিজস্ব প্রতিবেদক

দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে পুরান ঢাকার কারাগার

বেশি দিনের কথা নয়। মাস দুয়েক আগেও সেখানটায় ছিল বেশ শোরগোল। এপার আর ওপার। খোলা চোখে এক মনে হলেও মনে হতো জগৎ দুটি। স্বজনরা দীর্ঘ অপেক্ষা করে দেখা করেছেন ওপারের মানুষগুলোর সঙ্গে। যাদের রাখা হয়েছিল আলোর সন্ধান দিতে। যে জায়গাটিতে থাকা অবস্থায় মুখে হাসি ফুটেছে কারও, আবার কেউ কেউ অঝরে কেঁদেছেন চিরবিদায়ের সংবাদে। কান্না-হাসির নানা স্মৃতি জুড়ে রয়েছে এর আনাচকানাচে। এ স্থানটি মহান নেতাদের আত্মত্যাগ আর নির্মম মৃত্যুর প্রত্যক্ষদর্শী। বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনেরই ফাঁসি কার্যকর করা হয়েছে এর চার দেয়ালের মধ্যে। এমনিভাবে নানা জনের উত্থান-পতনের ঘটনাপ্রবাহ আগলে প্রায় ২০০ বছর পার করেছে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারটি। এখন সেটি পরিত্যক্ত। ২৯ জুলাই কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে বন্দী স্থানান্তরের মাধ্যমে সেটি প্রাক্তন কারাগারে পরিণত হয়েছে। কিছুদিন আগেও যেটিতে প্রবেশে ছিল নানা ধরনের নিয়ম, এখন সেখানে সবাই যেতে পারবে। জেলহত্যা দিবস উপলক্ষে আগামী ২ থেকে ৫ নভেম্বর সাবেক কারাগারটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এতে ঢোকার সুযোগ পাচ্ছে সবাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর