শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

স্কুল কর্তৃপক্ষের এ কেমন নিষ্ঠুরতা!

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ধর্ষণের প্রতিবাদ করেনি স্কুল কর্তৃপক্ষ। উল্টো ধর্ষিতাকে অসৎ চরিত্র ও নষ্টা মেয়ে আখ্যায়িত করে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ফলে নবম শ্রেণির নিবন্ধনও করতে পারেনি ছাত্রীটি। প্রশাসনের উদ্যোগে দুই মাস পর গতকাল সকালে ধর্ষিতা ছাত্রীটিকে বিদ্যালয়ে ফিরিয়ে আনা হয়েছে। এ ঘটনা রংপুরের মিঠাপুকুর উপজেলার শহীদ জিয়া ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের।

পুলিশ, ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিদ্যালয় সংলগ্ন ছড়ান বাজারে বড়বালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাহেব সরকারের ভাতিজা রাশেদুল ইসলামের (২২) স্টুডিও রয়েছে। গত কোরবানি ঈদের দুই দিন আগে দুপুরে রাশেদুলের স্টুডিওতে ছবি তুলতে যায় ওই ছাত্রী। স্টুডিওর ভিতরেই গণধর্ষণের শিকার হয় ছাত্রীটি। ধর্ষিতার মা বাদী হয়ে রাশেদুলসহ ৫ জনকে আসামি করে মিঠাপুকুর থানায় ধর্ষণ মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ধর্ষকরা বাদীর বাড়িতে গিয়ে ধর্ষিতাকে বেদম মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর