শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কমছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক

কমছে সবজির দাম

বাজার দর

শীতের সবজি কয়েক সপ্তাহ ধরেই ঢাকার বাজারে এসেছে। প্রায় সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা কমতে শুরু করেছে। তবে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য এখনো অনেক। গতকাল রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, একেক জায়গায় একেক দরে বিক্রি হচ্ছে সবজি। তুলনামূলক বড় বাজারগুলোতে একটু কম থাকলেও অধিকাংশ ছোট ও খুচরা দোকানে প্রতিটি সবজি কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি করে বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতারা আগের সপ্তাহের চেয়ে দর কমার কথা জানিয়েছেন। তবে গত সপ্তাহে সবচেয়ে বেশি কমেছে পিয়াজের দর। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে সামনে কাঁচা সবজির দাম আরও কমবে বলেও জানান তারা। তবে সবজির দাম সামান্য কমেছে দাবি ক্রেতাদের। রাজধানীর যাত্রাবাড়ী বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি, বাঁধাকপি প্রতিটি ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা করে। মুলা ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৫ টাকা ও শিম ৫০ টাকা করে। টমেটো বিক্রি হচ্ছে ৭০ টাকায়। লাউ বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা। কারওয়ানবাজারে দেখা গেছে, প্রতি পিস ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর