রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কাউকে ছাড় দেওয়া হবে না : কাদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কাউকে ছাড় দেওয়া হবে না : কাদের

আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে গতকাল চট্টগ্রামে বীরোচিত গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের হুঁশিয়ার করে বলেছেন, ‘কাউকে ছাড় দেয়া হবে না। দলের মধ্যে শৃঙ্খলা মেনে চলতে হবে। গুটি কয়েকজনের জন্য দল ধ্বংস হতে পারে না। বসন্তের কোকিল, মৌসুমি পাখিদের বের করে দেয়া হবে। সে অ্যাকশন শুরু হয়ে গেছে।’

গতকাল ঐতিহাসিক লালদীঘির ময়দানে চট্টগ্রাম আওয়ামী লীগ আয়োজিত ‘বীরোচিত সংবর্ধনা’ সভায় তাকে বিপুলভাবে  সংবর্ধিত করা হয়। জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়েছে। লালদীঘির মাঠ, আন্দরকিল্লাহ, কোতোয়ালি মোড়, সিনেমা প্যালেস মোড়, জেলা পরিষদ মার্কেটসহ বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান নেন হাজার হাজার নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। প্রধান অতিথি হিসেবে ওবায়দুল কাদের সংবর্ধনার জবাবে বলেন, ‘চট্টগ্রামের নেতারা আজ একই মঞ্চে ঐক্যবদ্ধ। আমরা এক এবং অভিন্ন— এটি বাস্তবেও দেখতে চাই। শেখ হাসিনার ক্ষমতার উৎস এ দেশের জনগণ। মনে রাখতে হবে, বিদেশি শক্তি আমাদের বন্ধু হতে পারে, আমাদের ক্ষমতার নিয়ামক হতে পারে না।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং সংবর্ধিত দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগসহ তিন সাংগঠনিক কমিটির সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সাবেক চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দীন চৌধুরী।

 বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. দীপু মনি, উপদেষ্টা কমিটির সদস্য ইসহাক মিয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, খালেদ মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নির্বাহী কমিটির সদস্য দীপংকর তালুকদার, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম ও দক্ষিণের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের পরিচালনায় এ সমাবেশে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, পতেঙ্গার এম এ লতিফ এমপি, ডবলমুরিংয়ের আফসারুল আমীন এমপি, সীতাকুণ্ডের দিদারুল আলম এমপি, সন্দ্বীপের মাহফুজুর রহমান মিতা এমপি, উপদেষ্টা পরিষদের অপর দুই সদস্য ড. অনুপম সেন, ড. প্রণব বড়ুয়া, সংরক্ষিত মহিলা আসনের ওয়াসিকা কায়সার এমপি, সাবিহা মুছা এমপি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুস ছালাম প্রমুখ।

সমাবেশস্থলে বিকাল সাড়ে ৪টার দিকে চেয়ারে বসা নিয়ে কর্মীদের মধ্যে মৃদু হাতাহাতি ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে তা বড় আকার নেয়নি। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর