রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
জাবিতে ভর্তি পরীক্ষা

প্রবেশপত্রে ছবি আপলোড করা যাবে কাল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যারা প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করে ডিবিবিএল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৭ নভেম্বরের মধ্যে আবেদন ফি প্রদান করেও ছবি, স্বাক্ষর আপলোড করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারেননি তাদের জন্য ১৪ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করার সময় বাড়ানো হয়েছে। এরপর ছবি ও স্বাক্ষর আপলোড করা যাবে না। তবে বিল নম্বর ও ট্রানজেকশন আইডি দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আগামী ১৯ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা পরীক্ষা শুরু হবে। এ ইউনিটে ১৯ নভেম্বর; ডি ইউনিটে ২০ নভেম্বর; বি ও এইচ ইউনিটে ২১ নভেম্বর; ই, এফ ও জি ইউনিটে ২২ নভেম্বর এবং সি ইউনিটে ২৩ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সর্বশেষ খবর