রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কার্বন নির্গমন নিয়ে উদ্বেগ বাড়ছে

বিশ্ব জলবায়ু সম্মেলন

নিজামুল হক বিপুল, মারাকাস (মরক্কো) থেকে

যেভাবে কার্বন নির্গমন হচ্ছে তাতে উদ্বেগ ও শঙ্কা আরও বাড়ছে। এমনটাই মনে করছে বাংলাদেশসহ জলবায়ু-ঝুঁকির মধ্যে থাকা এলডিসিভুক্ত দেশ ও দ্বীপরাষ্ট্রগুলো। বিশ্বের সব দেশ, বিশেষ করে শিল্পোন্নত দেশগুলো কার্বন কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করলেও বৈশ্বিক উষ্ণতা ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। তাই বৈশ্বিক উষ্ণতা সহনীয় পর্যায়ে রাখতে হলে তথা এ ধরণীকে রক্ষা করতে হলে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে কার্বন নির্গমন হ্রাসে আরও বেশি অবদান রাখতে হবে। গতকাল বিশ্ব জলবায়ু সম্মেলনের পঞ্চম দিনে বিভিন্ন সাইট ইভেন্টের আলোচনায় এমন বক্তব্যই উঠে এসেছে। আর বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা বলছেন, বাংলাদেশ যেভাবে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা করছে তা বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর অনুসরণ করা উচিত। মারাকাসের বিশাল সম্মেলন কেন্দ্রে গতকাল অনেক সাইট ইভেন্ট অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে বিভিন্ন সভা ও সেমিনারে কার্বন নিঃসরণ কমানো নিয়েই দিনভর আলোচনা হয়। স্থানীয় সময় শুক্রবার বিকালে বাংলাদেশ ও জার্মানির জিআইজের যৌথ উদ্যোগে আয়োজিত ‘নিজস্ব উদ্যোগে কার্বন কমানোর খাতভিত্তিক অর্জন’ শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন, বৈশ্বিক উষ্ণতা হ্রাসে কার্বন নিঃসরণ কমানোর বিকল্প নেই। সেমিনারে অংশ নেওয়া নামিবিয়া, ভিয়েতনাম ও মেক্সিকোর প্রতিনিধিরা নিজস্ব উদ্যোগে তাদের দেশে খাতভিত্তিক কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা তুলে ধরেন। ওই সেমিনারে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী নয়। বাংলাদেশ মাথাপিছু মাত্র দশমিক ৩৫ শতাংশ কার্বন নিঃসরণ করছে; যা বৈশ্বিক উষ্ণতায় তেমন কোনো ভূমিকা রাখে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর