জনস্বার্থে পলিথিন নিষিদ্ধে আইনের কঠোরতা প্রয়োগের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান হয়। এতে পবা ছাড়াও ১৮টি পেশাজীবী, পরিবেশবাদী ও সামাজিক সংগঠন অংশ নেয়। পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দিন, পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি বুরহান উদ্দিন আহমদ, ইয়ুথ সানের সভাপতি মাকিবুল হাসান বাপ্পী, সুবন্ধন সামাজিক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।