সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
মুক্তির পর নিখোঁজ সাতজন

কারা ফটক থেকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিস্ফোরক, অস্ত্র এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার সাত আসামির কারা ফটক থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ করেছেন স্বজনরা। উচ্চ আদালতের নির্দেশে জামিনে মুক্ত হওয়ার পর বরিশাল কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে কালো গ্লাসের মাইক্রোবাসে তাদের তুলে অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে বলে দাবি স্বজনদের। গতকাল বরিশাল প্রেসক্লাবে নিখোঁজদের স্বজনরা এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। নিখোঁজরা হলেন— মো. বাকী বিল্লাহ, মো. নুরুল ইসলাম, মো. সোহাগ. মো. জোবায়ের, মো. আবুল বাশার, মো. সিরাজুল ও  মো. মিনহাজুল। এদের মধ্যে ৪ জনের বাড়ি ঝালকাঠী, ২ জনের বাড়ি মাদারীপুর এবং একজনের বাড়ি গোপালগঞ্জে। পুলিশের দাবি অনুযায়ী ২০১৩ সালের ১৪ আগস্ট নলছিটি উপজেলার নাচন মহলের একটি মাদ্রাসা থেকে গোপন বৈঠকের খবরে হরকাতুল জিহাদের ওই সাত সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে গ্রেনেড, আগ্নেয়াস্ত্র, জঙ্গি বই ও হুজির লিফলেট উদ্ধার করা হয়। তখন বিস্ফোরক, অস্ত্র এবং সন্ত্রাসবিরোধী আইনে প্রত্যেকের নামে ৩টি করে মামলা করে পুলিশ। নিখোঁজ বাকী বিল্লাহর ভাই খাইরুল বাশার সংবাদ সম্মেলনে বলেন, উচ্চ আদালতের নির্দেশে ১০ নভেম্বর সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ তাদের মুক্তি দেয়। কিন্তু সেখানে আগে থেকে অপেক্ষমাণ কালো গ্লাসের মাইক্রোবাসে তাদের তুলে অজ্ঞাত স্থানে নেওয়া হয়। এ ব্যাপারে সম্ভাব্য স্থানগুলোতে খোঁজখুঁজির পরও না পেয়ে ৩ দিনের ব্যবধানে গতকাল এই সংবাদ সম্মেলন করা হলো। সম্মেলনে স্বজনরা বলেন, নিখোঁজদের যদি কোনো অপরাধ থাকে, তাহলে তাদের প্রচলিত আইনে বিচার করা হোক। তারা নিখোঁজদের সন্ধান চেয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ খবর