বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

অস্তিত্ব সংকটে সুন্দরবনের বাঘ

১৭ বছরে মারা পড়েছে ৫৫টি

মোস্তফা কাজল, সুন্দরবন থেকে

বনদস্যু ও চোরা শিকারির দল সুন্দরবনের বাঘের অবাধ বিচরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। গত ১৭ বছরে বনজীবী, চোরা শিকারি ও বনদস্যুদের হাতে ৫৫টি বাঘ মারা পড়েছে। এর মধ্যে বাগেরহাট অংশে মারা পড়েছে ২১টি। বাকিগুলো খুলনা ও সাতক্ষীরা অংশে। চোরা শিকারিদের পাশাপাশি বনদস্যুরাও তাদের পেশা পরিবর্তন করে অধিক মুনাফার আশায় এখন বাঘের অঙ্গপ্রত্যঙ্গ, চামড়া, হাড় পাচারে জড়িয়ে পড়ায় সুন্দরবনে বাঘের সংখ্যা দিন দিন কমছে। এসব কারণে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার এখন হুমকির মুখে। সুন্দরবন পূর্ব বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন বাংলাদেশের অংশে রয়েছে ৬ হাজার ১৭ বর্গ কিমি এলাকা জুড়ে। ৪৫০টি নদ-নদী ও খাল সুন্দরবনকে জালের মতো ঘিরে রেখেছে। এখানে একসময় ৪৫০ থেকে ৫০০ রয়েল বেঙ্গল টাইগার বিচরণ করত। প্রাকৃতিক দুর্যোগ, বিরূপ পরিবেশ, চোরা শিকারিদের হামলা ও লোকালয়ে ঢুকে পড়ায় জনরোষের শিকার হয়ে দিন দিন কমছে সুন্দরবনের রক্ষাকবচ হিসেবে খ্যাত রয়েল বেঙ্গল টাইগার।

সর্বশেষ ২০১৫ সালের ২৬ জুলাই প্রকাশিত ক্যামেরা পদ্ধতিতে বাঘ গণনা জরিপ অনুযায়ী বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা কমে এখন দাঁড়িয়েছে ১০৬টিতে।

সর্বশেষ খবর