বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

তারপরও বন্দরের উন্নয়ন বেশি হচ্ছে

———————— নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তারপরও বন্দরের উন্নয়ন বেশি হচ্ছে

‘চট্টগ্রাম বন্দর ডাকাতদের হাতে জিম্মি’ বলা হলেও এর উন্নয়ন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি হচ্ছে বলে দাবি করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাঠে নবনির্মিত ট্রেনিজ হোস্টেল ভবনের উদ্বোধন ও ১৬তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, একসময় বন্দর ও নদীপথের কোনো উন্নয়ন হয়নি। এখন আর এ অবস্থা নেই। বন্দরের হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। যন্ত্রপাতি কেনার মাধ্যমে বন্দরের সক্ষমতা বাড়ানো হয়। বিশ্বের ১০০টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর গত আট বছরে ২২ ধাপ এগিয়েছে। তা থেকে বোঝা যাচ্ছে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন হচ্ছে।

সর্বশেষ খবর