রবিবার, ২০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বগুড়ায় জাসদের সভায় হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

কেন্দ্রীয় কমিটির আঁচ লেগেছে বগুড়া জেলা জাসদেও। গতকাল বেলা ১১টায় জেলা জাসদের সাধারণ সভায় ইনু-শিরিনের পক্ষ-বিপক্ষের বিষয় ঘিরে সভা পণ্ড হয়ে যায়। পণ্ড হয়ে যাওয়া সভাটি মুলতবি করা হয়েছে। জেলা জাসদের সাধারণ সভায় ইনু ও শিরিনপন্থিদের সঙ্গে জেলা সভাপতি ও রেজাউল করিম তানসেন এমপির মধ্যে এ হট্টগোল হয়। জানা যায়, কেন্দ্রীয়ভাবে নতুন কমিটি গঠিত হওয়ার পর বগুড়া জাসদে নীরব দ্বন্দ্ব দেখা যায়। এটি প্রকাশ্যে না এলেও ভিতরে ভিতরে কে কোন পন্থি তা নিয়ে অস্থিরতা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় গতকাল জেলা জাসদের সাধারণ সভা ডাকা হয়। সভায় জেলা সভাপতি রেজাউল করিম তানসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাসানুল হক ইনু ও শিরিন আখতারের পক্ষের কর্মীরা দলের সহসভাপতি ইকবাল হোসেন খান রতনের সভাপতিত্বে সাধারণ সভা শুরু করেন। উপস্থিত জেলা সভাপতি এমপি তানসেন এর বিরোধিতা করেন।

সর্বশেষ খবর