বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কোটি টাকার সিম ও কার্ডসহ দুই কর্মচারী গ্রেফতার

টেলিটক অফিসে চুরি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের রংপুর আঞ্চলিক অফিস থেকে ১ কোটি ১৬ লাখ টাকার সিম ও কার্ড চুরির ঘটনায় একই অফিসের চুক্তিভিত্তিক ২ কর্মচারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ১ কোটি ৩ লাখ টাকার সিম ও মোবাইল কার্ড। রংপুর পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন রংপুর স্কাউট ভবনের নিচতলায় টেলিটক জোনাল অফিসের অবস্থান।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই এরশাদ আলী জানান, জোনাল অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী ইব্রাহীম ইসলাম আউয়ালকে (২৮) মঙ্গলবার রাতে দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গতকাল বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে রংপুর নগরীর গণেশপুর এলাকা থেকে আরেক কর্মচারী নাজমুল ইসলাম নিশার (৩২) এবং একই এলাকার লেমন মিয়াকে (২৩) গ্রেফতার করা হয়। গণেশপুরে ক্লাব মোড়ে লেমন মিয়ার রংধনু নামে মোবাইল সিম ও কার্ডের দোকান রয়েছে। তিনজনের বাড়ি থেকে ১ কোটি ৩ লাখ টাকার সিম ও মোবাইল কার্ড উদ্ধার করা হয়। এর মধ্যে ১ হাজার ৪৭১টি সিম রয়েছে।

সর্বশেষ খবর