মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শিশুস্বাস্থ্য বিভাগ ‘তিল ঠাঁই আর নাহিরে’ অবস্থা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশুস্বাস্থ্য ও নবজাতক বিভাগে শিশুদের জন্য এখন ‘তিল ঠাঁই আর নাহিরে’ অবস্থা চলছে।

এই বিভাগে অনুমোদিত শয্যা ১০৪টি। খোঁজ নিতে গিয়ে জানা গেছে, গত শুক্রবার এ দুই ওয়ার্ডে রোগী ভর্তি ছিল ৩৩৬ জন, শনিবার ভর্তি ছিল ৩৩০ জন, আর রবিবার ছিল ৩৩২  জন। এভাবে নির্ধারিত শয্যার বিপরীতে তিনগুণ পর্যন্ত রোগী ভর্তি থাকছে। শিশুস্বাস্থ্য বিভাগে গিয়ে দেখা গেছে, এ ওয়ার্ডে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হওয়া রোগীর ভিড় বেশি। ফলে ৬৪ ওয়ার্ডের মেঝেতে, শয্যার নিচে, বারান্দায় রোগী রাখা হয়েছে। এমনকি এক শয্যায় দুজন পর্যন্ত রোগীও রাখা হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালে’ দেখা গেছে, সেখানেও শিশু বিভাগে রোগীর ঠাঁই মিলছে না। এ হাসপাতালে ৩০০টি শয্যা আছে। কিন্তু প্রতিদিনই শয্যাগুলো ভর্তি থাকছে। তা ছাড়া  হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন কয়েকশ শিশু সেবা নিচ্ছে। চমেক হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান ডা. প্রণব কুমার চৌধুরী বলেন, আবহাওয়া পরিবর্তন ও শীতকালীন নানা রোগে আক্রান্ত হওয়া শিশুদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বলে তারা বেশি আক্রান্ত হচ্ছে। শীতকালীন ডায়রিয়া, নিউমোনিয়া, অ্যাজমাসহ নানা রোগে এরা আক্রান্ত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর