শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

তিউনিসিয়ায় ওষুধ রপ্তানির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

তিউনিসিয়ায় বাংলাদেশের ওষুধ রপ্তানির প্রস্তাব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি গতকাল সচিবালয়ে তার কার্যালয়ে ঢাকা সফররত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত (ইসলামাবাদে স্থায়ীভাবে পোস্টিং) তিউনিসিয়ার রাষ্ট্রদূত আদেল ইলারবির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন।

এ সময় মন্ত্রী বলেন, রপ্তানির বেশির ভাগ আয় তৈরি পোশাক খাত থেকে এলেও বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের ওষুধ উৎপাদন করছে। বিশ্বের ১২৪টি দেশে বাংলাদেশের তৈরি ওষুধ রপ্তানি হচ্ছে। তিউনিসিয়াও বাংলাদেশে তৈরি ওষুধ আমদানি করতে পারে। মন্ত্রী বলেন, গত বছর বাংলাদেশ তিউনিসিয়ায় রপ্তানি করেছে ৪ দশমিক ২৮ মিলিয়ন ডলার মূল্যের পণ্য। একই সময়ে আমদানি করেছে ১২৪ দশমিক ৪০ মিলিয়ন ডলার মূল্যের পণ্য। বাংলাদেশ ও তিউনিসিয়ার ব্যবসায়ীদের সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর