শিরোনাম
বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কালো টাকার মালিকদের বয়কট করুন : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

কালো টাকার মালিকদের বয়কট করুন : পীর চরমোনাই

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সন্ত্রাস ও কালো টাকার মালিকদের বয়কট করে যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচন করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। তিনি বলেন, এখন রাজনীতি মানে ভয়, আতঙ্ক, খুন ও গুম। এ অবস্থায় অপরাজনীতির কবল থেকে সব দেশপ্রেমিক ইমানদার জনতাকে বের হয়ে মানুষের কল্যাণে ব্রতী হতে হবে। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই এ আহ্বান জানান। আগামীকালের নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহকে হাতপাখায় ভোট দিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, নাসিক নির্বাচনে দুর্নীতিবাজ, কালো টাকার মালিক ও সন্ত্রাসীদের বয়কট করে আলেমকে নির্বাচিত করলে দুজাহানে কামিয়াবি হবে।

সর্বশেষ খবর