শিরোনাম
বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জামিন স্থগিত সিলেট ও হবিগঞ্জের মেয়রের

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাইয়ে বোমা হামলায় হত্যার মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে গতকাল চেম্বার বিচারপতি নিজামুল হক এ আদেশ দেন। আবেদনটি ২ জানুয়ারি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই দিন পর্যন্ত জামিন স্থগিত থাকবে। এর আগে পৃথক আবেদনের শুনানি শেষে ১২ ডিসেম্বর হাইকোর্ট আরিফ ও গউছকে ছয় মাসের জামিন দেয়। এর বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় মঞ্চের পাশে গ্রেনেড বিস্ফোরণে যুবলীগের এক কর্মী নিহত ও ২৯ জন আহত হন। পরে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা হয়।

সর্বশেষ খবর