শিরোনাম
বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রিহ্যাবের আবাসন মেলা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আজ শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা (রিহ্যাব ফেয়ার-২০১৬)। এই খাতের উদ্যোক্তাদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এবারের মেলায় ১৭৫টি স্টল থাকছে। এ ছাড়াও ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে বলে জানিয়েছে রিহ্যাব।

আজ বিকাল ৪টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি থেকে মেলা উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। তবে প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা বেলা ১১ থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত প্রবেশ করা যাবে। মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি, অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত অর্থ দুস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এন্ট্রি টিকিটের রাফ্রেল ড্র তে প্রতিদিন থাকছে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার। এ বছর মেলা শেষে প্রতিদিন রাত ৯টায় রাফেল ড্র অনুষ্ঠিত হবে। ৫ দিনের জন্য রাফেল ড্র এর পুরস্কার হলো ১ম পুরস্কার-৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন (৫ দিনে ৫টি), ২য় পুরস্কার ডিপ ফ্রিজ (৫ দিনে ৫টি), ৩য় পুরস্কার মোবাইল ফোন (৫ দিনে ৫টি), ৪র্থ পুরস্কার-ট্যাব (৫ দিনে ৫টি), ৫ম পুরস্কার ইলেকট্রিক ওভেন (৫ দিনে ৫টি)।

সর্বশেষ খবর