শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিচারের প্রতি মানুষের আস্থাহীনতা বাড়ছে

—সুলতানা কামাল

নিজস্ব প্রতিবেদক

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, অপ্রতিরোধ্যভাবে সহিংসতা, নির্যাতনসহ নানান ঘটনা বেড়ে চলেছে। মানুষের মনে এ অনুভূতি গেঁথে যাচ্ছে যে, এদেশে অপরাধীর কোনো বিচার হয় না। এসব ঘটনায় বিচারের প্রতি আস্থাহীনতা বেড়ে যাচ্ছে মানুষের। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, উন্নয়ন সূচকের অনেক ক্ষেত্রে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। তারপরেও দেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলেছে। একটি মানবাধিকার সংস্থার জরিপ উল্লেখ করে সুলতানা কামাল বলেন, এ বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে ৮৯টি রাজনৈতিক সংঘাতের ঘটনায় ১৭৩ জন নিহত হয়েছেন। ৬৭১ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন, এদের মধ্যে ৩২ জনের অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর