শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ডিজিটাল পদ্ধতিতে মার্কেন্টাইল ব্যাংকের ১০ শাখা উদ্বোধন

বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১০টি শাখা একসঙ্গে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল ঢাকার ওয়েস্টিন হোটেল থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখাগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহ্সান। শাখাগুলো হলো—আসাদ গেট শাখা, ঢাকা; লালমনিরহাট শাখা; নাটোর শাখা; সদরঘাট শাখা, চট্টগ্রাম; শিমরাইল শাখা, নারায়ণগঞ্জ; গোসাইরহাট শাখা, শরিয়তপুর; কানকিরহাট শাখা, নোয়াখালী; মান্দারী বাজার শাখা, লক্ষ্মীপুর; গোড়াই শাখা, মির্জাপুর, টাঙ্গাইল এবং গৌরীপুর শাখা, আশুলিয়া, ঢাকা। এই ১০টি শাখা উদ্বোধনের মাধ্যমে ব্যাংকের শাখা ১১৯টিতে উন্নীত হলো। অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল মাল আবদুল মুহিত বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড আজ রাজধানী থেকে একযোগে দেশের বিভিন্ন স্থানে দশটি শাখা উদ্বোধনের মাধ্যমে যে নতুন অধ্যায়ের সূচনা করল তা নিঃসন্দেহে বাংলাদেশকে আধুনিক তথ্য প্রযুক্তির অগ্রযাত্রায় আরও একধাপ এগিয়ে নিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর