শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিএমএ নির্বাচনে সভাপতি জালাল মহাসচিব দুলাল

নিজস্ব প্রতিবেদক

বিএমএ নির্বাচনে সভাপতি জালাল মহাসচিব দুলাল

ডা. জালাল, ডা. দুলাল

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল নির্বাচিত হয়েছেন। গতকাল রাতে জালাল-দুলাল প্যানেলের নিরঙ্কুশ জয়ের অনানুষ্ঠানিক ফল জানিয়েছে নির্বাচন কমিশন। আজ (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হবে। এর আগে সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর বিএমএ ভবনসহ সারা দেশের ৬৪টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। তা চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে এবার ৩৬ হাজার ১৬৬ জন চিকিৎসক কার্যনির্বাহী সংসদের ৪২ পদে তাদের পছন্দের প্রার্থী বেছে নেন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডা. লুত্ফর রহমান। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাব এ নির্বাচন বর্জন করে। যার কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে বাম সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট।

বাম প্যানেলের সভাপতি প্রার্থী হয়েছেন ফজলুর রহমান, মহাসচিব প্রার্থী শাকিল আকতার। নির্বাচনের আগেই বিপরীতে কোনো প্রার্থী না থাকায় ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর