বরিশালে গভীর রাতে পুলিশ ধাওয়া করে ডাকাতির কাজে ব্যবহূত সরঞ্জামসহ একটি ট্রাক আটক করেছে। তবে ট্রাকে থাকা লোকজন পালিয়েছে। অপরদিকে মাত্র ৫০০ টাকা ছিনতাই করতে গিয়ে ধারালো অস্ত্রসহ আটক হয়েছে দুই তরুণ ও কিশোর। পুলিশ জানায়, গত রবিবার রাত আড়াইটার দিকে নগরীর সিএন্ডবি রোডে সন্দেহভাজন একটি ট্রাক থামার সংকেত দেয় টহল পুলিশ। কিন্তু ট্রাকটি পুলিশের সংকেত অমান্য করে পালিয়ে যায়। এ সময় প্রায় এক ঘণ্টা ধাওয়ার এক পর্যায়ে নগরীর শাহ্ পরান রোডে ট্রাক ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ট্রাকটি আটক এবং ট্রাকে থাকা ডাকাতির কাজে ব্যবহার উপযোগী বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এর মধ্যে ৫ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রাক (নম্বর-বরিশাল-ড-১১-০১০৫) ছাড়াও বড় ৪টি গ্যাস সিলিন্ডার, ছোট গ্যাস সিলিন্ডার ১১টি, ব্যাটারি ৩টি, একটি বড় কার্টার মেশিন, ২টি চাপাতি, ঘর ভাঙার মোটা লোহার রড ৫টি এবং থ্রি-পিস ১৩০ জব্দ করে পুলিশ।
গতকাল দুপুরে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান। এদিকে একই রাতে নগরীর চৌমাথা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পেছনের গেট এলাকা থেকে দুই তরুণ ও কিশোরকে দুটি ধারালো অস্ত্রসহ আটক করে কোতোয়ালি থানার টহল পুলিশ। এরা হলো নগরীর রসুলপুর বস্তির মো. সাইদুলের ছেলে মো. হোসেন (১৭) এবং মো. সুমনের ছেলে মো. রানা (১৪)। আটককৃতরা সাংবাদিকদের সামনে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তাদের দুজনের ৫০০ টাকার প্রয়োজন ছিল।