সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাজশাহীর হাইটেক পার্ক নির্মাণ এ বছরেই শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তথ্য-প্রযুক্তি খাতের প্রসারে রাজশাহীতে গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক। এই সিলিকন সিটির অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে এ বছরেই। এরই মধ্যে সরকারি অর্থ বরাদ্দ করা হয়েছে, এখন চলছে জমি অধিগ্রহণের কাজ।

এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, প্রকল্পটি বাস্তবায়নের অগ্রগতি বহুদূর এগিয়েছে। প্রকল্প প্রণয়ন শেষ, পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন হয়েছে। এখন বাস্তবায়নের অপেক্ষা। ৪০ একর জমিতে এই হাইটেক পার্কটি গড়ে তোলা হবে।

জানা গেছে, রাজশাহী মহানগরীর বুলনপুর এলাকায় গড়ে তোলা হবে এ হাইটেক পার্ক। এর অবকাঠামো নির্মাণে অর্থায়ন করবে বিশ্বব্যাংক। তবে কাজে বাধা হতে পারে নদীর বাঁধ রক্ষা প্রকল্পের অগ্রগতির বিষয়সমূহ। স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা জানান, এ বছরেই দৃশ্যমান হবে হাইটেক পার্ক। বাঁধ রক্ষায় সরকারি অর্থও বরাদ্দ হয়েছে। ওয়াকেবহাল সূত্রগুলো বলছে, হাইটেক পার্ক নির্মাণ হলে রাজশাহীতে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হবে।

সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের। বিটিসিএলের উপ-বিভাগীয় প্রকৌশলী সাদিকুর রহমান জানান, হাইটেক পার্ক নির্মাণ হলে এ অঞ্চলে ১০ হাজারের বেশি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া  তথ্য-প্রযুক্তিতে আগ্রহীরা এ খাতকে পেশা হিসেবে নিতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর