শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সমুদ্র সম্পদ আহরণে ব্লু ইকোনমি সেল

নিজস্ব প্রতিবেদক

দেশের সমুদ্র সম্পদ আহরণে যাত্রা শুরু করল ব্লু ইকোনমি সেল। এই সেল বঙ্গোপসাগরের সম্পদ আহরণ ও সমন্বয়ের কাজ করবে। সাধারণত জ্বালানি, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, মৎস্য, পানি, পরিবেশ, বিজ্ঞান, নৌপরিবহন, শিল্প ও শিক্ষা মন্ত্রণালয় সমুদ্রে সম্পদ আহরণে কাজ করে। এই মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় করতে গঠন করা হয়েছে ব্লু ইকোনমি সেল। গতকাল এই সেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ পেট্রোসেন্টারে এই ইকোনমি সেলের কার্যালয় উদ্বোধন করেন।

জানা যায়, জ্বালানি বিভাগের অধীনে এই সেল কাজ করবে। সেলে আপাতত ২৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও জনবল নেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, আমাদের সাগরে প্রচুর সম্পদ আছে; কিন্তু পরিমাণ জানা নেই। এজন্য জরিপ দরকার। জরিপের জন্য জাহাজ প্রয়োজন। এই জাহাজ কেনার বিষয়ে ব্লু ইকোনমি সেলকে কৃাজ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর