সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইয়াবা পাচারে নারী-গাড়ি

প্রশাসনকে ফাঁকি দিতে এ কৌশল

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

ইয়াবা পাচারের কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে নারী ও দামি ব্র্যান্ডের গাড়ি। এ কৌশল অবলম্বন করে প্রশাসনকে ফাঁকি দিয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে অনেকটা অপ্রতিরোধ্য ইয়াবা পাচারকারীরা। তাই এ রুটে নারী ও দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহাকারী ইয়াবা পাচারকারীদের প্রতিরোধে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রাইভেট গাড়িতে নারী থাকলে প্রশাসনের সদস্যরা খুব একটা সন্দেহ করে না। তাই এটিকে পুঁজি করে ইয়াবা পাচার করছে একটি চক্র। বিশেষ করে কক্সবাজার থেকে নারী পর্যটক বেশে এ কৌশলে ইয়াবা পাচার হয় বেশি। কৌশলটি অবলম্বন করে ইয়াবা পাচারের সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে র‌্যাব।’

জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, ‘নারীদের তল্লাশি করতে প্রয়োজন হলেও অনেক সময় দলে নারী পুলিশ সদস্য থাকে না। এ সুযোগ কাজে লাগাতে ইয়াবা পরিবহনে নারীদের ব্যবহার করা হচ্ছে। নারীদের মাধ্যমে ইয়াবা পাচার ঠেকাতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে নারী পুলিশ সদস্যদের দিয়ে চেকপোস্ট বসানোর পরিকল্পনা চলছে।’

জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এবং নারী গ্রেফতার হলে সহজে জামিন পায় বলে ইয়াবা পাচারকারীরা বহনে নারীদের ব্যবহার করছে। এ ছাড়া দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করলেও অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়ানো যায়। তাই মাদক পাচারকারীরা ইয়াবা পাচারে নারী ও দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ইয়াবা বহন করে এমন শতাধিক নারীর সন্ধান মিলেছে, যাদের সিংহভাগই দরিদ্র পরিবার থেকে উঠে আসা। তারা প্রতিটি চালানে পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা পান। তাই সহজ আয়ের পন্থা হিসেবে নারীরা ইয়াবা পরিবহন করছেন। সাম্প্রতিক সময়ে অভিযান চালিয়ে ইয়াবা পাচারে জড়িত এমন বেশ কিছু নারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে নগরীতে অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ শিরিন সুলতানা আঁখি ও তার দুই সহযোগী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ। এ সময় ইয়াবা বহনকারী প্রাইভেটকার জব্দ করা হয়। ২৮ নভেম্বর নিউমার্কেট এলাকা থেকে এক হাজার ৭০০ পিস ইয়াবাসহ পুলিশের এএসআই রেদোয়ানুল ইসলাম ও তার নারীবন্ধু ইমরাতুন নুর জেরিনকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর