সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মুসল্লির পদচারণায় মুখর তুরাগ তীর

বিশ্ব ইজতেমা

মোস্তফা কাজল

আগামী শুক্রবার থেকে ঢাকার সন্নিকটে টঙ্গীর কহর দরিয়া খ্যাত তুরাগ নদের তীরে শুরু হচ্ছে বিশ্ব তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমাকে সামনে রেখে লাখো মুসল্লির পদচারণায় মুখরিত হয়ে উঠছে তুরাগ তীর। এরই শিল্পনগরী টঙ্গী সেজেছে নতুন সাজে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তাবলিগ অনুসারী মুসল্লিরা প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নিয়ে ইজতেমা ময়দানে জড়ো হচ্ছেন।

১৩ জানুয়ারি শুক্রবার অনানুষ্ঠানিকভাবে শুরু হয়ে ১৫ জানুয়ারি দুপুরে অর্থাৎ জোহরের নামাজের আগেই যে কোনো এক সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মুসলিম জাহানের এই দ্বিতীয় বৃহত্তম সম্মেলন বিশ্ব তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটবে। এরই মধ্যে ইজতেমার সার্বিক প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। মুসল্লিদের অবাধ প্রবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা তুরাগ  নদে ৯টি ভাসমান পন্টুন সেতু নির্মাণ করেছেন। ১৬০ একর জমির ওপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের কাজ, খুঁটিতে নম্বর প্লেট, খিত্তা নম্বর, জুড়নেওয়ালি জামাতের কামরা, তাশকিল কামরা, হালকা নম্বর বসানোর কাজ শেষ হয়েছে। আগত মুসল্লিদের সুষ্ঠুভাবে বয়ান শোনার জন্য পুরো মাঠে শব্দ প্রতিধ্বনি রোধক প্রায় ৩০০টি বিশেষ ছাতা মাইক স্থাপন করা হয়েছে। এদিকে মরণঘাতী ইবোলা ভাইরাস আক্রান্ত ৫টি দেশের নাগরিকদের স্ব স্ব দেশের দূতাবাসের মাধ্যমে নিরুৎসাহিত করা হচ্ছে। এ ছাড়াও যে সব দেশে জঙ্গি গোষ্ঠীর তত্পরতা রয়েছে সেসব দেশের নাগরিকদের ইজতেমায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে।

প্রথম দফার অবস্থান : ইজতেমার প্রথম দফায় ঢাকার উত্তর থেকে দেশের উত্তরভাগের মুসল্লিরা অংশগ্রহণ করবেন। এরমধ্যে ১নং খিত্তায় গাজীপুর-১, ২নং খিত্তায় গাজীপুর-২, ৩-১৩নং খিত্তায় ঢাকা-৩ থেকে (ঢাকা-১, ২ বাদে) ১২, ১৪নং খিত্তায় সিরাজগঞ্জ, ১৫নং খিত্তায় নরসিংদী, ১৬নং খিত্তায় ফরিদপুর, ১৭নং রাজবাড়ী, ১৮নং খিত্তায় শরীয়তপুর, ১৯ (১-২) খিত্তায় কিশোরগঞ্জ, ২০নং খিত্তায় নাটোর, ২১নং খিত্তায় শেরপুর, ২২ নং খিত্তায় দিনাজপুর, ২৩নং খিত্তায় হবিগঞ্জ, ২৪নং খিত্তায় রংপুর, ২৫নং খিত্তায় লালমনিরহাট, ২৬নং খিত্তায় গাইবান্ধা, ২৭নং খিত্তায় জয়পুরহাট, ২৮নং খিত্তায় রাজশাহী, ২৯ নং খিত্তায় সিলেট। ৩০ নং খিত্তায় চাঁদপুর, ৩১ নং খিত্তায় ফেনী, ৩২ নং খিত্তায় চট্টগ্রাম, ৩৩ নং খিত্তায় বান্দারবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ৩৪ নং খিত্তায় বাগেরহাট, ৩৫ নং খিত্তায় নড়াইল, ৩৬ নং খিত্তায় চুয়াডাঙ্গা, ৩৭ নং খিত্তায় যশোর, ৩৮ নং খিত্তায় ভোলা, ৩৯ নং খিত্তায় বরগুনা ও ৪০ নং খিত্তায় ঝালকাঠি জেলার মুসলিমরা অবস্থান করবেন।

সর্বশেষ খবর