মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘জিয়ানগর’ ফের আগের ‘ইন্দুরকানি’ নামে

নতুন উপজেলা লালমাই

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) পিরোজপুর জেলার ‘জিয়ানগর’ উপজেলার নাম পরিবর্তন করে আগের নাম ‘ইন্দুরকানি’ করেছে। এই সঙ্গে লালমাই নামে কুমিল্লায় নতুন উপজেলা গঠন এবং চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীকে পৌরসভা করার প্রস্তাব অনুমোদন করেছে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার-এর সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, পিরোজপুরের ওই এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে নিকার বৈঠকে ‘জিয়ানগর’ উপজেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উপজেলার নাম ‘জিয়ানগর’ করার পর থানার নাম ইন্দুরকানি রয়ে যায়। ১৯৭৬ সালে ইন্দুরকানি থানা গঠন হয়। ২০০২ সালের ১৭ এপ্রিল বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ইন্দুরকানির নামকরণ করা হয় জিয়াউর রহমানের নাম অনুসারে ‘জিয়ানগর’ উপজেলা।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, কুমিল্লা জেলায় ‘লালমাই’ নামে নতুন উপজেলার অনুমোদন দেওয়া হয়েছে। এটি হবে দেশের ৪৯১তম উপজেলা। নয়টি ইউনিয়ন নিয়ে ‘লালমাই’ উপজেলার সদও দফতর হবে ‘জয়নগরে’। কুমিল্লা সদর উপজেলার আটটি ও লাকসামের একটি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলার লোকসংখ্যা দুই লাখ দুই হাজার ৩২ জন। এর আয়তন ১৪৭ দশমিক ৩ বর্গ কিলোমিটার।

সর্বশেষ খবর