মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
ব্লগার রাজীব হত্যা

আপিলের রায় যে কোনো দিন

নিজস্ব প্রতিবেদক

আপিলের রায় যে কোনো দিন

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর হাই কোর্টে শুনানি শেষ হয়েছে। গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করে। ২২তম দিনের শুনানি শেষে গতকাল এ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করা হবে। মো. জানা যায়, এ মামলায় মোট আসামি আটজন। এর মধ্যে ফয়সাল বিন নাঈম ওরফে দীপ ও রেদোয়ানুল আজাদ রানা নিম্ন আদালতে ফাঁসির আদেশপ্রাপ্ত। বাকি ছয়জনের মধ্যে একজন যাবজ্জীবন, অন্যরা বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফয়সালসহ সাতজন আপিল করেন। রেফারেন্সের সঙ্গে অন্য সাত আসামির আপিলের শুনানিও শেষ হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর