শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে পরিত্যক্ত বাড়ি সাড়ে ৬ হাজার

সংসদে গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পরিত্যক্ত বাড়ি সাড়ে ৬ হাজার

ঢাকা শহরে ৬ হাজার ৪৭১টি বাড়ি পরিত্যক্ত রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে গতকাল তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এ পর্যন্ত ৩৫১টি পরিত্যক্ত বাড়ি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার বরাবর বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মধ্যে পরিত্যক্ত বাড়ি বরাদ্দ দেওয়ার বিধান নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীতে অননুমোদিত আবাসিক প্রকল্পের বাস্তবায়ন বন্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বেসরকারি আবাসিক প্রকল্প গ্রহণের আগে রাজউক থেকে অনুমোদন গ্রহণ করা বাধ্যতামূলক। প্রকল্প অনুমোদনের আগে প্লট ক্রয়-বিক্রয়সহ প্রকল্পের বিজ্ঞাপন দেওয়া আইনত নিষিদ্ধ।  আরেক প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পে আবাসিক প্লটের সংখ্যা ২৫ হাজার ১৬টি। এর মধ্যে প্রায় ১১ হাজার ৫০০ প্লট বরাদ্দ গ্রহীতার অনুকূলে দখল হস্তান্তর করা হয়েছে। এ প্রকল্পে বসবাসকারীদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, মন্দির, প্যাগোডা, খেলার মাঠ, লেক, স্টেডিয়াম, কনফারেন্স সেন্টার, গলফ ক্লাব, ফাইভ স্টার হোটেল, বাস টার্মিনাল, হাসপাতাল, কাঁচাবাজার, ইকোপার্ক, পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস ইত্যাদিসহ আনুষঙ্গিক সব সুবিধা রেখে প্রকল্পে ভূমি ব্যবহার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর