রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরা সম্মাননা পেল ১০ কাগজ পরিবেশক

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা সম্মাননা পেল

১০ কাগজ পরিবেশক

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল বসুন্ধরা পেপার মিল্স লিমিটেডের ১০ শীর্ষ পরিবেশকের হাতে সম্মাননা তুলে দেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান —বাংলাদেশ প্রতিদিন

দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিল্স লিমিটেডের পরিবেশক সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে ২০১৬ সালে বসুন্ধরা কাগজ বাজারজাত করে এমন ১০ শীর্ষ পরিবেশককে সম্মাননা প্রদান করা হয়েছে। তাদের হাতে সম্মাননা তুলে দেন সম্মেলনের প্রধান অতিথি ও বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত এ পরিবেশক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, বসুন্ধরা পেপারের হেড অব ডিভিশন মো. মাসুদুর রহমান, মহাব্যবস্থাপক (বিজনেজ ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট) মো. তৌফিক হাসান, অ্যাকাউন্টস ও ফিন্যান্স বিভাগের প্রধান মির্জা মোজাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুন্ধরা পেপারের ব্যবস্থাপক (প্রডাক্ট অ্যান্ড কমপ্লায়েন্স) ইয়াসির খান মোহাম্মদ। সম্মেলনে দেশের শতাধিক পরিবেশক উপস্থিত ছিলেন। মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, দেশের কাগজের বাজারে সিংহভাগ সরবরাহকারী প্রতিষ্ঠান বসুন্ধরা তার ভোক্তাদের আরও উন্নতমানের ও বৈচিত্র্যময় কাগজ সরবরাহের জন্য আরও উন্নত প্রযুক্তি নিয়ে আসছে। ফলে বসুন্ধরা পেপার মিল আরও বেশি উৎপাদনে সক্ষম হবে। আর তা হলে দেশের কাগজের চাহিদা পূরণ করে উপমহাদেশের কাগজের চাহিদা পূরণে সক্ষম হবে। এর আগে পরিবেশকরা তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরে বলেন, দেশের বাজারে এখন ব্যাঙের ছাতার মতো কাগজের প্রতিষ্ঠান এলেও উন্নত মান ও সাশ্রয়ী দামে কাগজ সরবরাহ করায় বসুন্ধরার কাগজই বাজারের সেরা। তবে বসুন্ধরা পেপারের বাজার নষ্ট করার জন্য অদৃশ্য প্রচারণা চলছে। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার পরামর্শ দেন তারা।

সর্বশেষ খবর