বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ওজনে কম দেওয়ায় দুই তেল কোম্পানির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ওজন ও পরিমাপে কম পাওয়া যাওয়ায় দুটি ভোজ্যতেল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিক ও তাদের স্থানীয় দুই পরিবেশকের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর অফিস। গতকাল বিএসটিআই রংপুর অফিসের পরিদর্শক জুলফিকার আলী মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন। জানা যায়, রংপুরে অভিযান পরিচালনাকালে মেসার্স দীপা ফুড প্রোডাক্টসের উৎপাদিত তীর ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেলে প্রতি ৫লিটার বোতলে ৭৫মিঃলিঃ এবং মেসার্স অন্নপূর্ণা অয়েল মিলের সুরেশ ব্রান্ডের সরিষার তেলে প্রতি ১ লিটার বোতলে ৪০ মিঃলিঃ তেল ওজনে কম পাওয়া যায়।

সর্বশেষ খবর