শিরোনাম
মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আইসক্রিম ফ্যাক্টরিকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে অবস্থিত ডলফিন আইসক্রিম ফ্যাক্টরিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে ঢাকা জেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, ডলফিন আইসক্রিম ফ্যাক্টরি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অবৈধ, ভেজাল ও শরীরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ আইসক্রিম তৈরি ও বিক্রি করে আসছিল। আইসক্রিম বানাতে তারা নোংরা পানি ও নিম্নমানের কাঁচামাল ব্যবহার করতো। পরীক্ষাগার নেই। কর্মচারিরা এপ্রোন গ্লাভস ছাড়াই নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি ও প্যাকেটজাত করছিল। এসব অপরাধের ভিত্তিতে ফ্যাক্টরির মালিক সাইফুর রহমান সুজনকে ৩ লাখ টাকা জরিমানা।  অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর