মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ একই সূত্রে গাঁথা : ইকবাল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ একই সূত্রে গাঁথা : ইকবাল মাহমুদ

দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক ব্যবসা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি গতকাল দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭ উপলক্ষে আয়োজিত সততা সংঘের সমাবেশ, শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমিশনার ড. নাসির উদ্দিন, এ এফ এম  আমিনুল ইসলাম, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক ড. শামসুল আরেফিন ও লে: কর্নেল (অব.) আবদুল খালেক। দুদক চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা রাজনৈতিক মুক্তি তথা স্বাধীনতা, ভূখণ্ড, পতাকা পেলেও অর্থনৈতিক মুক্তি পুরোপুরি পাইনি। এ অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। তাই সম্মিলিতভাবেই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে।  রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিরোধ সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি ছিল গতকাল। ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচব, বাঁচবে দেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে চলছে এবারের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ আরও বলেন, সাধারণভাবে ধরেই নেওয়া যায় দুর্নীতিই সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদসহ সব অপরাধের জন্ম দিচ্ছে। এসব অপরাধী আমাদের তরুণ সমাজকে অন্ধকার জগতে নিয়ে যেতে চায়। আমরা তা হতে দেব না। আমরা নিরন্তরভাবে কাজ করে যাব। কারও কোনো পরিচয়ের দিকে তাকাব না। তিনি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দুর্নীতিবিরোধী সংগ্রামে তোমরাও শরিক হও। তোমরা জেগে উঠলে অন্যায়কারী পালাবে। দুদক কথা দিচ্ছে, এ সংগ্রামে আমরা তোমাদের পাশে থাকব। তিনি শিক্ষকদের উদ্দেশ করে বলেন, আমাদের শিক্ষার্থীদের আপনাদের কাছে আমানত রেখেছি। আমানতের খেয়ানত করবেন না। সমাবেশের শুরুতেই দুদক চেয়ারম্যান ঢাকা মহানগর, সাভার, কেরানীগঞ্জ ও নরসিংদীর ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬০ শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান। দুদক কমিশনার ড. নাসির উদ্দিন বলেন, সন্তানদের দুর্নীতিমুক্ত পরিবেশে সুশিক্ষায় শিক্ষিত করে এবং তাদের মূল্যবোধকে জাগিয়ে তুলে জঙ্গিবাদসহ অনেক অপরাধ নির্মূল করা যাবে। কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন করে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গত রবিবার থেকে শুরু হওয়া দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের কর্মসূচি চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত।

সর্বশেষ খবর