বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বাস ট্রাকের বাম্পার অপসারণে অভিযান ১ এপ্রিল শুরু

নিজস্ব প্রতিবেদক

রাস্তায় চলাচলকারী যেসব বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের সামনে ও পেছনে অননুমোদিত লোহার বা স্টিলের বাম্পার (অ্যাঙ্গেল) রয়েছে সেগুলো অপসারণে অভিযানে নামছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। ১ এপ্রিল থেকে সারা দেশে এ অভিযান পরিচালনা করবে বিআরটিএ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, সারা দেশে রাস্তায় চলাচলকারী বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের সামনে ও পেছনে অননুমোদিতভাবে বাম্পার সংযোজন করে, দুই পাশে তিন কোনাবিশিষ্ট লোহার বা স্টিলের পাত লাগিয়ে গাড়ির আকার-আকৃতি পরিবর্তন করে ফেলা হয়েছে।

একইভাবে ট্রাকের বডিতে সম্পূর্ণ অবৈধভাবে লোহার ধারালো হুক লাগানো হয়েছে। যানবাহনগুলোয় এমন অবৈধ লোহার বাম্পার লাগানোর ফলে সড়ক দুর্ঘটনা বেশি হচ্ছে এবং প্রাণহানিও বাড়ছে। এ অবস্থায় যাত্রীবাহী বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানে লাগানো লোহার অবৈধ বাম্পার ও অ্যাঙ্গেল খুলে ফেলার জন্য ইতিপূর্বে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে নির্দেশ দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মন্ত্রীর নির্দেশনার পরও গত কয়েক মাসে তেমন কোনো ফল আসেনি। শুধু তাই নয়, বাম্পার খুলে ফেলার জন্য ইতিপূর্বে বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশনে বিজ্ঞাপনও প্রকাশ করেছে বিআরটিএ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর