বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শিশু একুশ পেল ঠিকানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শিশু একুশ পেল ঠিকানা

অবশেষে চিকিৎসক পত্নী শাকিলা আক্তার ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া নবজাতক ‘একুশে’কে লালন-পালনের দায়িত্ব পেলেন। আইনত তিনিই এখন একুশের মা এবং তার স্বামী ডা. মো. জাকিরুল ইসলাম বাবা। বিচারক আদেশ দেওয়ার পর এজলাসকক্ষেই কান্নায় ভেঙে পড়েন ১৯ বছর ধরে নিঃসন্তান শাকিলা। গতকাল চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশুবিষয়ক বিশেষ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস একুশেকে জিম্মায় দেওয়ার এই আদেশ দেন। সেই সঙ্গে বিচারক চার দফা শর্তও উল্লেখ করে দেন।

শর্তগুলো সম্পর্কে অ্যাডভোকেট এম এ ফয়েজ জানান, শিশুটির নামে ১০ লাখ টাকার শিক্ষাবীমার প্রমাণপত্র ১০ এপ্রিলের মধ্যে আদালতে জমা দিতে হবে। ১৫ দিন পরপর আদালতে এসে শিশুটির সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে জানাতে হবে। চিকিৎসার কোনোরকম ত্রুটি হলে যে কোনো সময় আদালত জিম্মা বাতিল করতে পারবে। এ ছাড়া শিশুটির প্রকৃত মা-বাবা পাওয়া গেলে প্রমাণসাপেক্ষে তাকে তাদের হাতে তুলে দিতে বাধ্য থাকবেন।

সর্বশেষ খবর