শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

অসুস্থ শিক্ষার্থীর জন্য সাহায্য তোলায় ছাত্রলীগের পিটুনি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুটি কিডনি নষ্ট হয়ে চিকিৎসাধীন এক শিক্ষার্থীর সাহায্য তোলার জন্য ছাত্রলীগের অনুমতি না নেওয়ায় শিক্ষার্থীকে নির্যাতন ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হলে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার রুবাইয়াত ইসলাম অভি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। ঘটনায় অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী তাওশিক তাজ বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমানের দুটি কিডনি নষ্ট হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য বুধবার সন্ধ্যা থেকে শেরেবাংলা হলে মানবিক সাহায্যের আবেদন নিয়ে হলের কক্ষগুলোতে গিয়ে সাহায্য তুলছিল বিভাগের বিভিন্ন বর্ষের ৮-১০ জন শিক্ষার্থী।

সর্বশেষ খবর