রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

অঞ্চলভিত্তিক ভাবনায় বাজেট প্রণয়নের দাবি

রংপুরে প্রাক-বাজেট সংলাপে বক্তারা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের আর্থ সামাজিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে আগামী জাতীয় বাজেটে খাতওয়ারি বরাদ্দ প্রদান এবং কৃষিকে গুরুত্ব দিয়ে অঞ্চলভিত্তিক ভাবনায় বাজেট প্রণয়ন জরুরি। এতে এ অঞ্চলের উন্নয়ন সাধিত হবে। এগিয়ে যাবে দেশ। গতকাল সকালে রংপুরে এক প্রাক-বাজেট সংলাপে এ মতামত দিয়েছেন সুধীজনসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা। স্থানীয় আরডিআরএস মিলনায়তনে ‘সামাজিক সুরক্ষার জন্য জাতীয় বাজেট প্রস্তাব’ শীর্ষক প্রাক-বাজেট সংলাপ অনুষ্ঠিত হয়। সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি), আরডিআরএস ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করে।  

সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুলতানা পারভীন। বিশেষ আলোচক ছিলেন এসডিজি প্লাটফর্মের কোর গ্রুপ সদস্য সুলতানা কামাল। সুলতানা কামাল তার বক্তব্যে বলেন, দেশের বাস্তবতার নিরিখেই বাজেট প্রণয়ন করা দরকার। নিজের জীবন রক্ষায় যেন অন্যের কাছে হাত পাততে না হয়। টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে আমাদের এগুতে হবে। বাজেটে তার প্রতিফলন থাকতে হবে। রংপুরের   আর্থ সামাজিক অবস্থার কথা বিবেচনা করে বাজেটে খাতওয়ারী বরাদ্দ   থাকতে হবে। মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু বলেন, রংপুর কৃষি নির্ভরশীল এলাকা। এখানকার ধান, পাট, আলুসহ অনেক ফসল দেশের অর্থনীতিতে গুরুত্ব বহন করছে। এ কারণে কৃষিকে গুরুত্ব দিয়ে অঞ্চলভিত্তিক ভাবনায় বাজেট প্রণয়ন করা জরুরি।

সর্বশেষ খবর