রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সিলেটের অভিজ্ঞতায় আরও সচেতন হয়েছি

-------------------------------- আইজিপি

নিজস্ব প্রতিবেদক

সিলেটের জঙ্গি আস্তানার কাছে বিস্ফোরণের পর রাজধানীর নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে পুলিশ। এ প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, সিলেটের অভিজ্ঞতায় আমরা আরও সচেতন হয়েছি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, সেজন্য রাজধানীতে যা যা করা দরকার— তাই করা হচ্ছে। গতকাল সকালে সংসদ ভবন এলাকায় ১৩৬তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন স্থলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, আমরা দেশবাসীর কাছে সহযোগিতা চাই। জঙ্গিরা বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে আসবাবপত্র কম নেয়, বিশেষ করে কোনো টেলিভিশন থাকে না, তারা প্রতিবেশীর সঙ্গে মিশতেও চায় না, এ ছাড়া সারা দিন ঘরের জানালা-দরজা বন্ধ রাখে। এসব দেখলে অবশ্যই পুলিশকে জানাবেন।

সর্বশেষ খবর