শিরোনাম
রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মাদক নিয়ে দ্বন্দ্বে জাকির খুন

নিজস্ব প্রতিবেদক

মাদক নিয়ে দ্বন্দ্বে জাকির খুন

পুরান ঢাকার গেন্ডারিয়ায় কাঁসা-পিতল ব্যবসায়ী জাকির হোসেনকে বাসার সামনে দিনদুপুরে গুলি করে হত্যার নেপথ্যে মাদক ব্যবসা। কাঁসা-পিতল ব্যবসার আড়ালে তিনি নিজেও মাদক ব্যবসায় জড়িত ছিলেন। আর এ ব্যবসার টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।গতকাল মামলার তদন্তসংশ্লিষ্টরা জানান, ৩০ মার্চ দুপুরে স্ব্বামীবাগের ১৯/২-এ নম্বর বাড়ির সামনে কাঁসা-পিতল ব্যবসায়ী জাকির হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচ খুনি অংশগ্রহণ করে। তারা প্রত্যেকে মুখোশ ও ক্যাপ পরা ছিল। এ ঘটনায় গেন্ডারিয়া থানায় অজ্ঞাত চার-পাঁচ জনকে আসামি করে নিহতের পরিবার মামলা করে। ওই মামলার তদন্ত করতে গিয়ে মূল হোতা হিসেবে নাজুর নাম উঠে আসে। আর হত্যার ঘটনায় নাজু, নাজুর শ্যালক ও ভাড়াটে তিন কিলার অংশগ্রহণ করেন। বুধবার রাতে রাজধানীর দয়াগঞ্জ থেকে কিলারদের একজন ফিরোজকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। বর্তমানে ফিরোজ রিমান্ডে রয়েছেন। এ ঘটনার মূল হোতা নাজুও নজরদারিতে আছেন।

নাজু একজন মাদক ব্যবসায়ী। নিহত জাকিরও মাদক ব্যবসায়ী। তারা একে অন্যের বন্ধু। মাদক ব্যবসা করতে গিয়ে জাকিরের কাছে প্রায় ১২ লাখ টাকা পেতেন নাজু। ওই টাকা না দেওয়ায় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর