শিরোনাম
রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ভাস্কর্য অপসারণের বিষয় সুপ্রিম কোর্টের

আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ভাস্কর্য অপসারণের বিষয় সুপ্রিম কোর্টের, এ দায়িত্ব সরকারের নয়। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গতকাল দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, এই ভাস্কর্য থাকবে কি থাকবে না, এটা একান্তই সুপ্রিম কোর্টের এখতিয়ার। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের সামনে গ্রিক ভাস্কর্যটি যেখানে স্থাপন করা হয়েছে তা জাতীয় ঈদগাহ মাঠের পাশে। এখানে স্বকীয়তা অনুসরণ করা হয়নি। ইতিমধ্যে এ ব্যাপারে প্রধানমন্ত্রী মতামত ব্যক্ত করেছেন। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাঁপা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর