মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

গাড়ির বাম্পার অপসারণে অভিযান

নিজস্ব প্রতিবেদক, খুলনা

যানবাহনের অনুমোদনহীন অ্যাঙ্গেল, বাম্পার ও হুক অপসারণে গতকাল খুলনায় দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দুই দিনে ৫৪টি ট্রাক-কাভার্ড ভ্যান থেকে এমন প্রাণঘাতী অংশ অপসারণ করা হয়। এর মধ্যে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রূপসা ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা, ১ লাখ টাকা জরিমানা আদায় ও ১৫টি ট্রাক-কাভার্ড ভ্যানের অ্যাঙ্গেল-বাম্পার অপসারণ করা হয়। এর আগে রবিবার প্রথম দিনে ৩১টি মামলা ও ৩২ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। খুলনা জেলা প্রশাসন ও বিআরটিএ খুলনা সার্কেলের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ এই আদালত পরিচালনা করেন। সঙ্গে ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের উপপরিচালক মো. জিয়াউর রহমান, সহকারী পরিচালক এ এস এম কামরুল হাসানসহ বিআরটিএ খুলনা সার্কেলের কর্মকর্তারা।

সর্বশেষ খবর