মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রোকেয়ায় নারী প্রক্টরের অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রোকেয়ায় নারী প্রক্টরের অপসারণ দাবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নারী প্রক্টরের নির্দেশে পুলিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপু রায়কে আটক করে। এই সংবাদে দীপুর বাবার মৃত্যুর হয়েছে অভিযোগ এনে এর প্রতিবাদ ও প্রক্টরের অপসারণ দাবিতে গতকাল দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। মিছিল শেষে এক সমাবেশে শিক্ষার্থীরা বলেন, প্রক্টরকে অপসারণ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এ সময় বক্তব্য দেন শিক্ষার্থী তোফায়েল, মারিয়া ও জাকির। পরে শিক্ষার্থীরা একই দাবিতে রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেয়। উল্লেখ্য, প্রক্টর মীর তামান্না সিদ্দিকাকে উত্ত্যক্ত করেছেন এমন অভিযোগের ভিত্তিতে তার নির্দেশে শুক্রবার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র দীপু রায়কে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে নিয়ে তিন ঘণ্টা আটকে রাখে। এ খবর পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন দীপুর বাবা মারা যান বলে শিক্ষার্থীদের অভিযোগ। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। 

সর্বশেষ খবর