বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সরকার হার্টের রিংয়ের দাম নির্ধারণ করবে

নিজস্ব প্রতিবেদক

ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, আমাদের দেশে মানুষের চিকিৎসায় ব্যবহৃত করোনারি স্ট্যান্ট কিংবা হার্টের রিংয়ের মূল্য ও মান নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। তাই মূল্য ও মান নিয়ন্ত্রণের লক্ষ্যে ১১ এপ্রিল একটি কমিটি গঠন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মাধ্যমে হার্টের রিংয়ের মূল্য নির্ধারণের উদ্যোগ নিতে যাচ্ছে তারা। ফলে অসহায় কার্ডিয়াক বা হার্টের রোগীদের কাছ থেকে লাগামহীন চিকিৎসা খরচ নেওয়া বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। গতকাল রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মো. মোস্তাফিজুর রহমান জানান, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপান থেকে হার্টের রিং এনে ব্যবসা করে ২১টি আমদানিকারক প্রতিষ্ঠান। বছরে প্রায় ১৮ হাজার রিং লাগিয়ে থাকে এ দেশের হার্টের রোগীরা।

সর্বশেষ খবর