রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রাবির জমিতে স্বেচ্ছাসেবী সংগঠনের নিজস্ব ভবন!

রাবি প্রতিনিধি

রাবির জমিতে স্বেচ্ছাসেবী সংগঠনের নিজস্ব ভবন!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি সময়ে ‘টক অব দ্য ক্যাম্পাস’ হিসেবে আলোচিত হচ্ছে পাঠক ফোরাম নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনের নিজস্ব ভবন নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের জমি বরাদ্দ নিয়ে। গত বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ভবন নির্মাণের অনুমতি দেয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জমি ইচ্ছা মতো কাউকে ব্যবহার করতে বা বরাদ্দ দেওয়ার কোনো সুনির্দিষ্ট নীতিমালা আছে কি-না সে বিষয়ে জবাব চেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল

ছাত্রজোট। গতকাল বিশ্ববিদ্যালয়ের রাবি ছাত্র ইউনিয়নের টেন্টে এক সংবাদ সম্মেলনে ছাত্রজোটের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আসিফ বলেন, বিশ্ববিদ্যালয়ের জমি কীভাবে একটি সংগঠনকে বরাদ্দ দেওয়া

হলো তা জানার জন্য আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম। কিন্তু প্রশাসন এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলেনি।

জানা যায়, পাঠক ফোরামের কার্যালয় হিসেবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের দুটি কক্ষ ব্যবহৃত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর