রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শাহজালালে ২২৫ কার্টন অবৈধ সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানিনিষিদ্ধ ২৫৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুক্রবার রাতে মোহাম্মদ বেলাল নামে এক যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়। এর বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান জানান, সিগারেটসহ আটক যাত্রী বেলালের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি। তিনি কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুবাই থেকে কুয়েত হয়ে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা গ্রিন চ্যানেলে তার ওপর বিশেষ নজর রাখেন। ওই যাত্রী চার নম্বর ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার গতি রোধ করা হয়। কাস্টমস হলে তার তিনটি  লাগেজ খুলে ২৫৫ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর