বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

গ্রাহক সেবায় বসুন্ধরা এলপি গ্যাসে যুক্ত হলো চারটি গাড়ি

নিজস্ব প্রতিবেদক

গ্রাহকদের অতি দ্রুত সেবা পৌঁছে দিতে দেশে প্রথমবারের মতো ‘সার্ভিস ভেহিকেল’ সেবা শুরু করেছে বসুন্ধরা এলপি গ্যাস। এরই ধারাবাহিকতায় এবার গ্রাহক সেবায় চারটি নতুন গাড়ি যুক্ত হলো। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারস-২ এ নতুন এই ফিতা কেটে সার্ভিসের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান।

গৃহস্থালি ও বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য এলপিজি সংক্রান্ত তথ্য, বিক্রয়োত্তর ও কারিগরি সেবা দ্রুত এবং সঠিকভাবে নিশ্চিত করতেই বিভিন্ন শহরে নিয়োজিত থাকবে এ সার্ভিস ভেহিকেলগুলো। এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব মার্কেটিং এম এম জসীম উদ্দীন, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মাহাবুব আলম, হেড অব সেলস মীর টি আই ফারুক রিজভী, হেড অব সাপ্লাই চেইন আবদুস শুকুর, জিএম অপারেশন অ্যান্ড প্ল্যানিং জাকারিয়া জালাল প্রমুখ। বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস মীর টি আই ফারুক রিজভী বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। দেশে এলপি গ্যাস সেবা যেমন প্রথম আমরা শুরু করেছিলাম ঠিক একইভাবে সার্ভিস ভেহিকেল সেবাও আমরা শুরু করলাম। বর্তমানে এই সেবা বিভাগীয় শহরগুলোতে পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে আমরা জেলা এবং উপজেলা পর্যায়ের গ্রাহকদেরকেও এই সেবার আওতায় নিয়ে আসব। ভোক্তারা এই সেবা সম্পর্কে বিস্তারিত জানতে এবং পেতে বসুন্ধরা এলপি গ্যাসের ফেসবুক পেজ অথবা হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর