শিরোনাম
রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বাল্যবিয়ে নির্মূলে নিকাহ নিবন্ধকদের ভূমিকাই মুখ্য : গওহর রিজভী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, সমাজ থেকে বাল্যবিয়ে নির্মূলে নিকাহ নিবন্ধকদের মুখ্য ভূমিকা রয়েছে। এ ব্যাপারে তাদের কার্যকর ভূমিকা থাকলে বাল্যবিয়ের হার একেবারেই কমে আসবে। বাল্যবিয়ে নিরোধে রাজশাহী বিভাগের জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক আবদুল হালিম ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুলতান আল হামিদ। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকার নিকাহ নিবন্ধক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর