শিরোনাম
রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কুমিল্লা শিক্ষাবোর্ডের খাতা না পেয়ে হতাশ হাজারো শিক্ষক

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

এবার এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করতে দেওয়া হয়নি কুমিল্লা বোর্ডের ছয় জেলার হাজারো ননএমপিও শিক্ষককে। ননএমপিও শিক্ষকরা সরকারি বেতনের অংশ পান না, তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামান্য বেতন দেওয়া হয়। ১০-১২ বছর খাতা মূল্যায়ন করার পর এবার বোর্ড থেকে তাদের দেওয়া হয়নি খাতা। শিক্ষকরা খাতা মূল্যায়নের সম্মানী দিয়ে পরিবারে কিছুটা খরচ চালাতেন। অমানবিক জীবনযাপন করা ননএমপিও শিক্ষকরা এবার আরও অর্থকষ্টে পড়বেন। মূল্যায়নের জন্য খাতা না পাওয়ায় এবার তারা দুই ঈদের খরচ যোগাতে সমস্যায় পড়বেন বলে জানা গেছে।  সূত্রমতে, শিক্ষকদের কাজ হচ্ছে পাঠদান, কক্ষ পরিদর্শন ও খাতা মূল্যায়ন। ছয় জেলার মধ্যে কুমিল্লার রেহানা মজিদ কলেজ ননএমপিও, তাদের শিক্ষকরা সবই ননএমপিও। তাদের শিক্ষকরা ১২ বছর ধরে খাতা মূল্যায়ন করলেও এবার তা পারছেন না। চাঁদপুরের স্বনামধন্য আল আমীন একাডেমি থেকে এসেও বোর্ডের খাতা না পেয়ে ফেরত গেছেন শিক্ষকরা। শিক্ষক হাবিবুর রহমান চৌধুরী জানান, আমরা ননএমপিও শিক্ষকরা সরকারি বেতনের অংশ পাই না। খাতা মূল্যায়নের সম্মানী দিয়ে পরিবারের খরচ চলত। ১০-১২ বছর খাতা মূল্যায়ন করার পর এবার বোর্ড থেকে খাতা দেওয়া হয়নি। এতে আমাদের আরও দুর্ভোগে পড়তে হবে। কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবীবুর রহমান খাতা মূল্যায়নের বিষয়টি দেখভাল করছেন। এসব বিষয়ে তিনি বলেন, মান রক্ষার জন্য এমনটি করা হয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুল খালেক বলেন, এসব বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবীবুর রহমানসহ অন্যরা কাজ করছেন। এ বিষয়ে তিনি আর মন্তব্য করতে রাজি হননি।

সর্বশেষ খবর